মোটরসাইকেল নিয়ে বেরিয়ে জরিমানা গুণলেন তারা

প্রকাশ | ২৮ মার্চ ২০২০, ১৮:৫৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জরুরি প্রয়োজন ছাড়া মোটরসাইকেল নিয়ে বের হওয়ায় দুই ব্যক্তিকে জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ভ্রাম্যামাণ আদালত।

শনিবার করোনাভাইরাস সংক্রমণ রোধে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণসহ সামাজিক দূরত্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে চলা ফেরা নিশ্চিত করতে করপোরেশনের নয়টি অঞ্চলে সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্মিলিত অভিযান পরিচালনা করে ডিএনসিসি। এসময় বারিধারা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুই ব্যক্তিকে জরিমানা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।

ডিএনসিসি জানায়, বারিধারা এলাকায় দুই ব্যক্তি জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে মোটরবাইক নিয়ে বের হওয়ায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী তাদের মোট দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/২৮মার্চ/কারই/জেবি)