ঈশ্বরদী ইপিজেডে হয়নি সাধারণ ছুটি

প্রকাশ | ২৮ মার্চ ২০২০, ২১:৪০ | আপডেট: ২৮ মার্চ ২০২০, ২২:০৬

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নিদের্শনা অনুযায়ী সারাদেশের সব গার্মেন্টস, মিল কারখানা ও অফিস-আদালত বন্ধ থাকলেও ঈশ্বরদী ইপিজেডের বেশ কয়েকটি কারখানা এখনও সচল। আজ শনিবার সেগুলো বন্ধের দাবিতে রাস্তায় নামেন ওই অঞ্চলের শ্রমিক কর্মচারীরা। তাদের বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও এখনও সিদ্ধান্ত জানায়নি অনেকগুলো।   

জানা যায়, করোনাভাইরাসের কারণে এর আগে এই রপ্তানি প্রক্রিয়া অঞ্চলটির কয়েকটি কোম্পানি বন্ধ ঘোষণা করে তাদের শ্রমিকদের ছুটি দিলেও বেশ কয়েকটি কোম্পানি কারখানা চালু রেখে শ্রমিকদের কাজ করতে বাধ্য করে। এই অবস্থায় রাস্তায় কোনো যানবাহন চলাচল না করায় শ্রমিকদের কারখানায় আসতে চরম দুর্ভোগ পোহাতে হয়।  এছাড়া শ্রমিকরা কাজের সময় দুরত্ব বজায় না থাকায় করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও থাকে।

নাম প্রকাশ না করার শর্তে ইপিজেডের বেশ কয়েকজন শ্রমিক জানান, রহিম আফরোজ,তোয়া, বা,রুলিং বিডি,রেনেসা প্রভৃতি কোম্পানি ইতিমধ্যেই কারখানা বন্ধ ঘোষণা করে তাদের শ্রমিকদের ছুটি দিয়েছে। তবে উইন্টার ফ্যাশান, তিয়ানী, এমজিএল, হেয়ার স্টালা,নাকানো কোম্পানি তাদের কারখানা চালু রাখে। তবে আজকের বিক্ষোভের পরে এর কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

হেয়ার স্টালা কোম্পানির এডমিন অফিসার সম্রাট জানান, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

ঢাকাটাইমস/২৮মার্চ/পিএল