করোনা সচেতনতায় অদ্বিতীয়া ও অনুসূয়ার গান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৯ মার্চ ২০২০, ০৯:৩৭ | প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ০৯:১৪

বিশ্বব্যাপী করোনার আক্রমনে সবাই যখন দিশেহারা তখন ওরা জয় করতে চায় এই যুদ্ধ। বাবা মায়ের কাছে করোনা সম্পর্কে সচেতন হয়েছে। করোনা থেকে বাঁচতে উপায় হিসেবে বেছে নিয়েছে গৃহবন্দী জীবন। ইতিমধ্যে ১১ দিন পার করেছে ঘরে।

করোনা যুদ্ধে জয় পেতে ওরা বাসাতেই থাকতে চায়। আর মানুষকে সচেতন করতে গেয়েছে সুন্দর একটি গান।

গানটি লিখেছেন অদ্বিতীয়ার ও অনুসূয়ার মা মিনতি সিকদার। সরকারি সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন মিনতি শিকদার।

ওদের গানে ঢোল বাজিয়েছেন বাবা অমিত দাস গুপ্ত। যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োজিত আছেন।

শনিবার গানটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন অমিত দাসগুপ্ত।

এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, করোনা ভাইরাস কোভিট-১৯ সম্পর্কে সচেতন আছি। তিনি বলেন করোনায় সচেতন হতে আমার মেয়েরা গানটি গেয়েছে।

অদ্বিতীয়া ভিকারুন নিসা নূন স্কুলে তৃতীয় শ্রেণীর ছাত্রী। অনুসূয়া রাজধানীর গ্রীন বাড নার্সারি স্কুলে কেজি ওয়ানে পড়ছে।

(ঢাকাটাইমস/২৮মার্চ/এআইএম/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :