মদের দোকান খোলা চান ঋষি

বিনোদন ডেস্ক
 | প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ১০:৪৭

করোনাভাইরাস ঠেকাতে কিছু দিন আগেই ভারতে জরুরি অবস্থা জারির পক্ষে সওয়াল করেন বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কাপুর। এবার লকডাউনের মধ্যেও সরকারের কাছে মদের দোকান খোলা রাখার সুপারিশ করলেন অভিনেতা রণবীর কাপুরের বাবা।

বরাবরই সোশ্যাল মিডিয়ায় সরব ঋষি টুইটারে দাবি করেন, প্রতিদিন সন্ধ্যাবেলা অল্প সময়ের জন্য হলেও মদের দোকান খোলা উচিত।

বিশ্বজুড়ে মহামারীর রূপ নিয়েছে করোনাভাইরাস। মৃত ও আক্রান্তের সংখ্যা প্রতি মুহূর্তে বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে ভারতের অধিকাংশ রাজ্যই লকডাউন। এই অবস্থার মধ্যে হঠাৎ করে মদের দোকান কেন খোলা রাখতে চান ঋষি কাপুর? উত্তরটা নিজেই দিয়েছেন অভিনেতা।

তার মতে, লকডাউনের মধ্যে পুলিশ, চিকিৎসক এবং সাধারণ মানুষকে কিছুটা চাপমুক্ত রাখতেই মদের দোকান খোলা উচিত।আমাকে ভুল বুঝবেন না। এই কদিন বাড়িতে বন্দি হয়ে অনেকেই অবসাদ, অনিশ্চয়তায় ভুগবেন। পুলিশ, চিকিৎসক, সাধারণ মানুষ, সবারই একটু মুক্তি প্রয়োজন।’

সোশ্যাল মিডিয়ায় ঋষি কাপুরের এই মন্তব্যকে অনেকেই সমর্থন করেছেন। নেটিজেনের একাংশ আবার লকডাউনের সময় মদের দোকান খোলার তীব্র বিরোধিতাও করেছেন। সবমিলিয়ে ঋষির টুইটের পর থেকে লকডাউন ভারতে ফের চর্চায় মদের দোকান।

ঢাকাটাইমস/২৯মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :