করোনা হয়নি, আমরা সুস্থ: মারুফ

প্রকাশ | ২৯ মার্চ ২০২০, ১৩:০১

বিনোদন প্রতিবেদক

স্ত্রী এবং তিনি সুস্থ আছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আমেরিকার নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি চিত্রনায়ক কাজী মারুফ। এই নায়ক ও তার স্ত্রী রাইসা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনিবার গুঞ্জন ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টা পার না হতে সেই গুঞ্জনেরই ইতি টানেন ‘ইতিহাস’ ছবির নায়ক কাজী মারুফ।

তাদের নিয়ে ছড়ানো এই মিথ্যা খবরকে উড়িয়ে দিয়ে নায়ক বলেন, ‘‘নিউ ইয়র্কে আমার পরিচিত অনেকে করোনায় সংক্রমিত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় আমার স্ত্রীর হঠাৎই জ্বর ওঠে। এতে সে ভীত হয়ে পড়ে। আমার শাশুড়িকে খবরটি জানাই। তিনি আমার বাবাকে (কাজী হায়াত) জানান। এভাবেই হয়তো খবরটি ছড়িয়েছে। তবে সবাইকে আশ্বস্ত করে বলতে চাই, আমাদের তেমন কিছুই হয়নি।’

কাজী মারুফ দাবি করেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত না হলেও আমার স্ত্রী রাইসা জ্বরে আক্রান্ত হয়েছে। তবে সেটা সাধারণ জ্বর, করোনাভাইরাস নয়। আবহাওয়া পরিবর্তনের জন্য এরকম হয়েছে। কারণ নিউ ইয়র্কে এখন হালকা বৃষ্টি হচ্ছে। আমি এবং আমার স্ত্রী দুজনেই আল্লাহর রহমতে শতভাগ সুস্থ আছি।’

নিউ ইয়র্কের রিচমন্ড হিল এলাকায় পরিবার নিয়ে থাকেন কাজী মারুফ। এই অভিনেতা জানান, ‘দুই সপ্তাহ ধরে সন্তানদের স্কুল বন্ধ। বড় ধরনের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছি না কেউই। জ্বরের কারণে সবার নিরাপত্তার কথা ভেবে আমার স্ত্রী আপাতত আইসোলেশনে আছে।’

ঢাকাটাইমস/২৯মার্চ/এএইচ