ছুটিতে ‘উচ্চারণ’ নিয়ে বই লিখবেন জাহিদ রেজা নূর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ মার্চ ২০২০, ১৬:৪৬ | প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ১৩:২৫
জাহিদ রেজা নূর

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে এখন সবাই ঘরে অবস্থান করছেন। প্রতিরোধের ব্যবস্থা হিসেবে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বাসায় অলস সময় পার করছেন অনেকে। তবে কেউ কেউ আছেন সময়টাকে কাজে লাগাতে চান। বিশেষ করে যারা লেখালিখি করেন। উচ্চারণের উপর বই লিখে সময়টা পার করবেন বলে জানিয়েছেন জাহিদ রেজা নূর।

জাহিদ রেজা নূর তার ফেসবুকে লিখেছেন- ভাবছি ছুটির এই সময়টায় উচ্চারণ নিয়ে একটা বই লিখব। কণ্ঠশীলনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চারণ নিয়ে কথা বলতে গিয়ে দেখেছি, অনেক সহজ বিষয় মানুষের জানা আছে কিন্তু তিনি যে সেটা জানেন, সেটাই জানেন না। যখন বলা হয়, উল্লসিত হয়ে ভাবেন তিনি, 'আরে এ তো জানা কথাই বলছে!'

সেই জানা কথাগুলোই একটু সূত্রের আকারে লিখে ফেললেই একটা ভালো বই হতে পারে। সকালে একটু পড়াশোনা করতে বসলাম। আমাদের উচ্চারণে যে সংকটগুলো দেখা যায়, তার প্রায় সবই অল্প চর্চায় ঠিক হয়ে যেতে পারে। কেউ কেউ প্রশ্ন করতে পারেন, প্রমিত উচ্চারণ করতেই হবে এমন কথা কি কেউ লিখে দিয়েছে?

না ভাই। আপনি আপনার অঞ্চলের ভাষায় কথা বলুন। সেটা আপনার শুধু অধিকারই নয়, সেটাই মূলত আপনার মাতৃভাষা।

মা যে ভাষায় কথা বলেন সেটাই মাতৃভাষা। তাই এই যে প্রমিত ভাষা নিয়ে আমরা কথা বলছি, সেটার কারণ আছে। বিভিন্ন অঞ্চলের বলা কথা প্রত্যেকে বুঝতে পারে না। তাই একটা কাছাকাছি ভাষায় কথা বলার প্রচেষ্টা থেকেই এই প্রমিত ভাষায় কথা বলার চেষ্টা করা। যার কাছে বাহুল্য মনে হবে, তিনি এই লেখাটা না পড়লেই পারেন। তাতে কোনো কিছুই অশুদ্ধ হয়ে যাবে না।

কোন বিষয়গুলো নিয়ে আমাদের বেশি সমস্যা হয়? স্বরবর্ণে আমরা দেখতে পাই অ এবং এ বর্ণ দুটি একটু বিচিত্র চরিত্রে অভিনয় করে। স্বরবর্ণের আর কোন বর্ণ কিন্তু ওদের দুজনের মতো নয়। তারা নট নরণ-চরণ। কিভাবে চোখে দেখেন ওদের উচ্চারণও সেরকম।

অ বলে, আমার ইচ্ছে হলে আমি ও হব।

আপনি হয়তো প্রশ্ন করবেন, 'সে কেমন?'

এর উত্তরে অ সাজিয়ে দেবে এক ঝাঁক শব্দ। যে শব্দগুলোর প্রথম অ আপনার অজান্তেই ও হয়ে গেছে।

শব্দগুলো দেখুন:

কবি, কবিতা, গতি, মতি, নদী, বধূ , কটু, পথ্য, বন্য।

একটু খেয়াল করলেই বুঝবেন শব্দের প্রথম অক্ষরটিতে অ থাকলেও আপনি উচ্চারণ করছেন ও।

কেন সেটা করছেন?

আবার দেখুন, অবিচার, অহিংসা, অবোধ্য,সস্ত্রীক সতীর্থ শব্দগুলোর প্রথম অ কিন্তু অ-ই থাকছে।

কেন থাকছে?

জানতে ইচ্ছে করছে আপনার?

'এ' নিয়ে সমস্যাগুলো তো বলতে হবে। বলতে হবে ব্যঞ্জনবর্ণের জ য শ ষ স স ছ র ইত্যাদি নিয়েও।

আরে আপনার জন্যই তো বইটা লিখব। অপেক্ষায় থাকুন।

ঢাকাটাইমস/২৯মার্চ/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :