সরকারি চালসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ মার্চ ২০২০, ১৩:৫৬ | প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ১৩:৪২

মাদারীপুরের শিবচর উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের সরকারি ৬৮ বস্তা চালসহ আবু বক্কর সিদ্দিকী মাসুম মোল্লা নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। উপজেলার শেখপুর বাজার থেকে শনিবার রাত সাড়ে নয়টার দিকে তাকে আটক করা হয়। রবিবার দুপুর ১২টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আটক মাসুম মোল্লা শেখপুরের মির্জারচর গ্রামের জয়নাল আবেদিন মোল্লার ছেলে। তিনি শিবচরের বাঁশকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে যুবলীগের রাজনীতির পাশাপাশি চালের ডিলারের ব্যবসা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৬৮ বস্তা চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে শেখপুর বাজারের আবু বক্কর সিদ্দিকী মাসুম মোল্লা নামে এক ব্যবসায়ী অন্যত্র মজুদের জন্য সরিয়ে নিচ্ছে, এমন সংবাদ পেয়ে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল। এসময় তার মালিকানাধীন ৬৮ বস্তা চাল অন্য একটি দোকান থেকে উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

শিবচর বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসার মুন্সি বলেন, আবু বক্কর সিদ্দিকী মাসুম মোল্লার চালসহ আটকের ঘটনাটি আমি শুনছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

শিবচর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইমদাদুল ইসলাম শিকদার বলেন, আবু বক্কর সিদ্দিকী মাসুম মোল্লা যেহেতু সরকারি চালসহ আটক হয়েছে, তাই তার বিরুদ্ধে শিবচর থানায় মামলা করেছি। তার ডিলারশিপ বাতিল করা হবে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদে জানতে পারি- শেখপুর বাজরে কিছু চাল অন্যত্র বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছে। এ খবর পেয়ে রাতেই সেখানে অভিযান চালাই এবং ৬৮ বস্তা চালসহ আবু বক্কর সিদ্দিক নামে একজনকে আটক করি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আটক ডিলারকে আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৯মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

কেজি দরে অপরিপক্ক তরমুজ, পিস চাইলে দাম আকাশ ছোঁয়া

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা

ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ১০

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :