মাগুরায় ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ মার্চ ২০২০, ১৬:১৬ | প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ১৬:১০

মাগুরায় ৯৭৫টি ইয়াবাসহ আব্দুর রাজ্জাক রাজা (৫৫) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১২টার দিকে জেলার সদর উপজেলার জাগলা উত্তর পাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

গ্রেপ্তার আব্দুর রাজ্জাক জাগলা উত্তর পাড়া গ্রামের বাসিন্দা। তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেছিল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল জানান, গোপন সংবাদে আব্দুর রাজ্জাক কক্সবাজার থেকে প্লেনে করে যশোর হয়ে ইয়াবার একটি চালান মাগুরার ওই এলাকায় আসবে বলে জানা যায়। এরপর পুলিশের একটি টিম তার বাড়ির সামনে অবস্থান নেয়। এসময় ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজ্জাক ২০১৯ সাল থেকে ইয়াবার ব্যবসা করে আসছেন বলে স্বীকার করে জানান, প্রতি মাসে দুই বার কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসেন তিনি। এসময় তার সহযোগী হিসেবে কাজ করেন যশোরের রাহেলাপুর গ্রামের শামীম।

জানা গেছে, আব্দুর রাজ্জাক বিমান বাহিনীতে চাকরি করতেন। আর্থিক দুর্নীতির দায়ে চাকুরিচ্যুত হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

ঢাকাটাইমস/২৯মার্চ/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :