৬০০ দুস্থকে প্রতিরাতে খাওয়াবে ডিএমপির রমনা বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ১৭:২৩

প্রতিদিন আড়াই হাজার ছিন্নমূল মানুষকে এক বেলা করে খাবার খাওয়াচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি। রবিবার দুপুরে প্রতিটি থানা এলাকার ৫০ জন দুস্থকে দুপুরের খাবার দেওয়া হয়েছে।

এদিকে রমনা বিভাগের পক্ষ থেকে প্রতিদিন ছয় থানায় একশ করে মোট ছয়শ মানুষকে রাতের খাবার খাওয়ানো উদ্যোগ নেওয়া হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে কার্যক্রম।

ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। তিনি বলেন, ‘কমিশনার স্যার ঘোষণা দিয়েছেন খেটে খাওয়া মানুষকে প্রতিদিন একবেলা করে খাবার খাওয়াবেন। সেই অনুযায়ী আমরা আজ দুপুরে খাবার বিতরণ করেছি। সামাজিক দায়বদ্ধতা থেকে রমনা বিভাগের পক্ষ থেকে এক বেলা গরিব-দুস্থদের খাবার বিতরণের সিদ্ধান্ত নিয়েছি।’

‘দুপুরের খাবার যখন বিতরণ করা হচ্ছে তাই আমরা রাতের খাবার দিবো ভাবছি। এতে যা খরচ হবে তা রমনা বিভাগের সকল অফিসার তাদের বেতন থেকে দিচ্ছেন।’

কতদিন চলবে জানতে চাইলে সাজ্জাদুর রহমান বলেন, ‘কমিশনার স্যার বলেছেন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ডিএমপির ৫০ থানা থেকে খাবার বিতরণ করা হবে। আমরাও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চালাবো, ইনশাল্লাহ।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে রাজধানীর খেটে খাওয়া মানুষের সীমাহীন দুর্ভোগ শুরু হয়েছে। বিশেষ করে যারা ছিন্নমূল। তাদেরকে এক বেলা খাবার খাওয়ানোর ঘোষণা দেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। আজ (রবিবার) থেকে ডিএমপির প্রতিটি থানায় ৫০ জন করে ছিন্নমূলদের মধ্যে প্যাকেটে করে এই খাবার পৌঁছে দেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২৯মার্চ/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :