জমির বিরোধে মৎস্য খামার পাহারাদার খুন

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ১৭:৩৭

শেরপুরের নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় এক মৎস্য খামার পাহারাদার খুন হয়েছেন। নিহতের নাম আব্দুর রফিক।

রবিবার সকালে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের মরাকান্দি গ্রামের চায়রা বিল সংলগ্ন একটি মাছের খামারে এ খুনের ঘটনা ঘটে। রফিক ওই মাছের খামারে পাহারাদার হিসেবে কাজ করতেন।

নিহত রফিক বানেশ্বদী গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে।

পুলিশ জানায়, স্থানীয় নূরুজ্জামানের সাথে বানেশ্বদী গ্রামের বারেক, জলিলসহ কয়েকজনের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সকালে নুরুজ্জামানের মৎস্য খামারের পাহারাদার আব্দুর রফিকের উপর প্রতিপক্ষ বারেক, জলিল, কাদের চাঁন মিয়া, রাজীবসহ আরও কয়েকজন সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এ সময় রামদা দিয়ে রফিককে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে।

জেলা সদর হাপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) খাইরুল কবির সুমন বলেন, নিহতের স্বজনরা রফিককে যখন হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে এ সময় তার (রফিক) হাতের একটি অংশ কাটা ছিল। পরে তাকে পরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশের সুরতহাল রিপোর্টের কাজ শেষ হলে নিহতের ময়নাতদন্তের কাজ সম্পন্ন হবে বলে তিনি জানান।

এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানিয়েছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম।

(ঢাকাটাইমস/২৯মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :