কুষ্টিয়ার সেই শিশু করোনা আক্রান্ত নয়

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ১৭:৩৮

কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার সাত মাস বয়সী সেই শিশু মহম্মদ করোনাভাইরাসে আক্রান্ত নয় বলে জানিয়েছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, শিশুটির শরীর থেকে সংগৃহিত নমুনা পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে শিশুটি কোভিড-১৯-তে আক্রান্ত নয়।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট আসার পরে রবিবার দুপুরে তাকে ছাড়পত্র দিয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল।

হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে, সে অনেকটা সুস্থ যে কারণে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এর আগে ২৩ মার্চ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ওই শিশুকে ভর্তি করে তার পরিবার। তার বাবা ৯ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেও সে তথ্য গোপন করে শিশুটির পরিবার। সে কারণে ডাক্তাররা শিশুটির কোভিড-১৯ পরীক্ষা করে নিশ্চিত হন।

(ঢাকাটাইমস/২৯মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :