বাণিজ্য বিতান-শপিংমল বন্ধের সময় বাড়ল

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৯ মার্চ ২০২০, ২০:২৭ | প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ১৮:০৪

করোনাভাইরাসের বিস্তার রোধে রাজধানীর সারাদেশে সব বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধের সময় বাড়ানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ৩১ মার্চের পরিবর্তে আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও মহানগর দোকান মালিক সমিতি।

তবে যেসব দোকানে ওষুধ ও খাবার সামগ্রী বিক্রি হয় এমন কোনো বাজার, দোকান বা মার্কেট এ সিদ্ধান্তের আওতায় পড়বে না বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দীন।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংগঠনের সভাপিত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। রাজধানীসহ দেশের বড় বড় শহরে অবস্থিত বিপণি বিতান বা শপিং মলগুলোতে (বসুন্ধরা, যমুনা, নিউমার্কেট, চাঁদনীচক, মৌচাক, কর্ণফুলী টাইপের শপিং মল) কর্মচারী এবং ক্রেতা কেউই আসতে চান না। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।

অপরদিকে, মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির পূর্ব গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত ঢাকা মহানগরের সকল বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ রাখার যে সিদ্ধান্ত হয়েছিল, তার সময়সীমা বর্ধিত করে সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

পরবর্তীতে সরকার যদি কোনো নির্দেশনা প্রদান করে তবে উক্ত নির্দেশনা কার্যকর হবে বলেও জানানো হয়।

সমিতির সভাপতি তৌফিক এহেসান এই সংকটময় পরিস্থিতিতে মহানগরের সকল বিত্তবান ব্যবসায়ীকে স্ব স্ব এলাকায় অসহায় ব্যক্তিদের সহযোগিতা করার আহ্বান জানান এবং সকলকে ঘরে থাকার অনুরোধে করেন।

এর আগে ২২ মার্চ বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং ঢাকা দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সুপারমার্কেটগুলোসহ সব দোকান বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান, কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো খোলা থাকবে।

ঢাকা টাইমস/ ২৯ মার্চ/ আরএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :