শেরপুরে স্বামীর ‘নির্যাতনে’ গৃহবধূর মৃত্যু

শেরপুর (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ১৮:৪৯

ময়মনসিংহের শেরপুরে স্বামীর ‘নির্যাতনে’ আরজিনা নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে উপজেলার শ্রীবরদীতে কুড়িকাহনীয়া ইউনিয়নের কুড়িকাহনীয়া মিঞাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা গাজীউর রহমান তার স্বামী বাধন মিয়াকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। পুলিশ নিহত গৃহবধূর শ্বাশুরি বেলি বেগমকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, প্রায় ৬ বছর আগে বাধন মিয়ার সঙ্গে আরজিনার বিয়ে হয়। তাদের সাড়ে তিন বছরের এক মেয়ে ও দেড় মাসের এক ছেলে আছে। গত শনিবার রাতে পারিবারিক কলহের জেরে বাধন তার স্ত্রী আরজিনার উপর অমানুষিক নির্যাতন চালায়। খবর পেয়ে পরদিন সকালে তার মা-বাবা তার শ্বশুর বাড়ি এলে তারা উঠানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে আরজিনাকে। খবর পেয়ে পুলিশ আরজিনার লাশ উদ্ধার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, ময়নাতদন্তের জন্যে লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা। তবে এ ঘটনার পর পলাতক রয়েছে নিহত আরজিনার স্বামী ও দেবরসহ বাড়ির অন্যরা।

ঢাকাটাইমস/২৯মার্চ/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :