এক লাখ লিটার জীবানুণাশক ছিটিয়েছে ডিএনসিসি

প্রকাশ | ২৯ মার্চ ২০২০, ১৯:১২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে এক লাখ লিটার ক্লিরিং মিশ্রিত জীবানুণাশক ছিটিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রবিবার করপোরেশনের করোনাভাইরাস মোকাবেলায় দৈনিক কার্যক্রমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডিএনসিসি জানায়, শেওড়া, মিরপুর সেকশন ১০, ১৩, ১৪, কাফরুল, ইব্রাহিমপুর, টেকনিক্যাল মোড়, সনি সিনেমা হল, রাইনখোলা, চিড়িয়াখানা রোড, কমার্স কলেজ, মোহাম্মদপুর টাউনহল বাজার, রায়েরবাজার, মধুবাগ, মগবাজার, খিলগাঁও, কলেজগেইট, তেজগাঁও, নতুনবাজার, ১০০ ফুট ভাটারা সড়ক ও আশপাশের ১৬ লাখ ৫০ হাজার বর্গফুট এলাকায় তরল জীবানুণাশক ছিটানো হয়েছে। আটটি পানির গাড়ির মাধ্যমে মোট এক লাখ ১০ হাজার লিটার ক্লোরিং মিশ্রিত জীবানুণাশক ছিটানো হয়েছে বলে জানায় ডিএনসিসি।

এছাড়া করপোরেশনের ৫৪টি ওয়ার্ডের অলি-গলি, মসজিদের সামনে মশক নিধনকর্মীদের মাধ্যমে হ্যান্ড স্প্রে ও হুইলব্যারো মেশিনের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। পাশাপাশি করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিএনসিসির ফেসবুক পেইজে, সচেতনতামূলক স্টিকার সাঁটানো, বস্তিবাসীসহ প্রতিটি ওয়ার্ডে হাতধোয়া কার্যক্রম চলমান রাখা, মাইকিং কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানায় নগর কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/২৯মার্চ/কারই/জেবি)