যশোরে নারী আইসোলেশনে, ৫ বাড়ি লকডাউন

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ২০:১১

যশোরের চৌগাছায় এক নারীকে করোনাভাইরাস সন্দেহে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। একই কারণে তিনি যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ি, পাশের আরো দুটি বাড়ি, তার বান্ধবীর বাড়িসহ মোট পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল ও সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তিনটি বাড়ি লকডাউন করেন।

পরে ওই নারীর স্বামী পরিচয় দেয়া উপজেলার হাকিমপুর গ্রামের বাড়ি এবং যে বান্ধবী তাকে প্রাথমিক পর্যায়ে উপজেলা হাসপাতালে নিয়েছিলেন তার বাড়ি ও পাশের আরো একটি বাড়ি লকডাউন করা হয়। এর আগে ওই নারীকে করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে চৌগাছা উপজেলা মডেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে করোনা সন্দেহে পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয় এবং ওই নারীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন ওই নারীর শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পরিলক্ষিত হওয়ায় নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরএ পাঠানো হয়েছে এবং তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাকে ‘আইসোলেশনে’ রাখা হয়েছে। সেখানে তাকে ‘আইসোলেশনে’ রাখা হয়েছে বলে ২৫০ শয্যা হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।

চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল বলেন, ওই বাড়িগুলো লকডাউন করে দেয়া হয়েছে। বাসিন্দাদের বাইরে বের না হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম লকডাউনের বিষয় নিশ্চিত করেছেন।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, ওই নারীর ভাড়া নেয়া বাড়ি, স্বামী পরিচয় দেয়া ব্যক্তির গ্রামের বাড়িসহ পাঁচটি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।

বাড়িটির মালিক রবিউল ইসলাম জানান ওই নারী নিজেকে হাকিমপুরের এক ব্যক্তির স্ত্রী পরিচয় দিয়ে মার্চ মাসের শুরুতে ভাড়ায় ওঠে। তবে চৌগাছা হাসপাতালে তিনি নিজেকে অন্য নাম দিয়ে ভর্তি হন।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই নারীর প্রকৃত স্বামীর নাম ভিন্ন। তিনি রংপুর জেলার একটি উপজেলার বাসিন্দা। চৌগাছায় আসার আগে সুন্দরী ওই নারীকে কোটচাঁদপুরে সফির বাড়িতে ভাড়া রেখেছিলেন বর্তমান স্বামী পরিচয়দানকারী ব্যক্তি। সেখানে স্থানীয়রা অনৈতিক কাজের অভিযোগে মারপিট করে তাকে তাড়িয়ে দিয়েছিল বলেই জানিয়েছেন হাকিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সোহরাব হোসেন টাইগার।

বর্তমান স্বামী পরিচয়দানকারী ব্রোকার হিসেবে ওই নারীকে দিয়ে দেহ ব্যবসা করাতেন।

ভাড়াবাসার আশপাশের লোকজন জানিয়েছেন ওই নারীর কাছে বাইরের লোকজনের বেশ আসা যাওয়া ছিল।

(ঢাকাটাইমস/২৯মার্চ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :