শরীয়তপুরে করোনা সন্দেহে একজন আইসোলেশনে

প্রকাশ | ২৯ মার্চ ২০২০, ২০:৪৪

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ বছর বয়সী এক নারীকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রাখা হয়েছে। রবিবার সকালে ওই নারীর রক্তের নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) কাছে পাঠানো হয়।

এর আগে শনিবার রাতে জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথা নিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে পর্যবেক্ষণের জন্য আইসোলেশন ওয়ার্ডে রাখেন চিকিৎসকরা। শরীয়তপুরে এই প্রথম করোনা সন্দেহে কোনো রোগীকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হলো। আইসোলেশনে থাকা ওই নারী জাজিরা উপজেলার ফকিরকান্দিতে ভাড়া বাড়িতে থাকেন এবং বিভিন্ন বাড়িতে কাজ করে সংসার চালান।

বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুরের সিভিল সার্জন এসএম আব্দুল্লাহ আল মুরাদ বলেন,এক নারী শনিবার সন্ধ্যায় জ্বর ও কাশি নিয়ে জাজিরা হাসপাতালে এলে সন্দেহভাজন হিসেবে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

এছাড়া শরীয়তপুরে গেল ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। ১৪ দিন পূর্ণ হওয়ায় ৪০ জনকে অবমুক্ত করা হয়েছে। জেলায় এখন মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২৭৮ জন।

(ঢাকাটাইমস/২৯মার্চ/এলএ)