ফ্ল্যাটে বাসিন্দাদের রেখেই দুর্ধর্ষ চুরি

প্রকাশ | ২৯ মার্চ ২০২০, ২২:১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাসের কারণে রাজধানী ঢাকা যখন স্থবির এর মধ্যেই গ্রিন রোডের একটি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে। এতে ফ্ল্যাটে থাকা প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার খোয়া গেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারটির।

ঘটনার পর কলাবাগান থানা পুলিশ এবং সিআইডির ফরেনসিক বিভাগের কর্মকর্তারা আলামত সংগ্রহ করেছে।

ভুক্তভোগী আফজাল হোসেন ঢাকা টাইমসকে জানান, বেশ কয়েকদিন তাদের বাসার এসিগুলো কাজ করছিল না। তাই পরিবারের সবাই অন্য একটি রুমে ঘুমাছিলেন। সকালে উঠে দেখেন রুমের জানালার গ্রিল ভাঙা এবং ঘরের সবকিছু তছনছ। এসময় চোরচক্র আলমারিতে থাকা প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় তারা কলাবাগান থানায় একটি অভিযোগ দিয়েছেন।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান ঢাকা টাইমসকে বলেন, 'গ্রিন রোডের কনকর্ড ভবনের সামনের গলির একটি ফ্ল্যাটে চুরির খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। সিআইডি আলামত সংগ্রহ করেছে। ফ্ল্যাটে মানুষ থাকলেও এমন চুরি সচরাচর দেখা যায় না। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি।'

(ঢাকাটাইমস/২৯মার্চ/এসএস/জেবি)