নিউইয়র্কে করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু

প্রকাশ | ৩০ মার্চ ২০২০, ০৮:৪০ | আপডেট: ৩০ মার্চ ২০২০, ০৮:৪৭

ফয়সাল আহমেদ, নিউইয়র্ক থেকে

নিউইয়র্কে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম মির্জা হুদা।

এ নিয়ে ১০ দিনে করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে মোট ১৫ বাংলাদেশি মারা গেলেন।

গতকাল রবিবার নিউইয়র্ক সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এলমাস্ট হাসপাটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে ৪৪ বছর বয়সী মির্জা হুদা স্ত্রী, দুই সন্তান অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউইয়র্কের আন-নূর কালচারাল সেন্টারের প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ ইসমাইল এই তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের শেষ দিন চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর অচেনা ভাইরাসটি সেখানে ভয়াবহ আকার ধারণ করার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। প্রায় দুই শর মতো দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়লেও সবচেয়ে বেশি মারাত্মক আকার ধারণ করেছে ইতালি, স্পেন ও যুক্তরাষ্ট্রে। ইতালি ও স্পেন মৃত্যুর তালিকায় শীর্ষে থাকলেও আক্রান্তের সংখ্যায় সবার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বাজে পরিস্থিতি নিউইয়র্ক অঙ্গরাজ্যে। সেখানে প্রতিদিন আক্রান্ত মানুষের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ৬২৭ জনকে করোনাভাইরাস পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ২ হাজার ৩৮৪ জন মারা গেছেন।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে শুধু নিউইয়র্কেই আছেন ৯৬৫ জন। তাদের মধ্যে আছেন ১৪ জন বাংলাদেশিও। তাদের সঙ্গে যোগ হলে আরেক বাংলাদেশি মির্জা হুদার নাম।

হুদার মৃত্যুতে নিউইয়র্কে থাকা প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকাটাইমস/৩০মার্চ/এমআর