নিউইয়র্কে একদিনে করোনায় মৃত্যুর রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ মার্চ ২০২০, ০৯:২২ | প্রকাশিত : ৩০ মার্চ ২০২০, ০৯:২১

প্রাণঘাতী করোনাভাইরাসে বেসামাল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে হু হু করে বাড়ছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। প্রতিদিন আক্রান্তের তালিকায় যোগ হচ্ছে হাজারো মানুষের নাম। দীর্ঘ হচ্ছে অচেনা ভাইরাসটিতে মৃতের সংখ্যাও। তার মধ্যে দেশটির অঙ্গরাজ্যে নিউইয়র্কের অবস্থা বেশি খারাপ। সেখানে ভয়াবহ আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনা। গতকাল একদিনেই নিউইয়র্কে ২৩৭ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুওমো বলেছেন, গত একদিনে ২৩৭ মৃত্যু নিয়ে শুধু নিউইয়র্কেই কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ৯৬৫ জনের মৃত্যু হলো। ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর একদিনে এত মৃত্যুর ঘটনা ঘটেনি নিউইয়র্কে।

সংবাদ সম্মেলনে গভর্নর কুওমো আরও জানান, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৭ হাজার ১৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে অঙ্গরাজ্যটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৯ হাজার ৫১৩ জনে।

নিউইয়র্কে এখন পর্যন্ত যারা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে দুই হাজারের বেশি মানুষের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন।

গত বছরের শেষ দিন চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর অচেনা ভাইরাসটি সেখানে ভয়াবহ আকার ধারণ করার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। প্রায় দুই শর মতো দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়লেও সবচেয়ে বেশি মারাত্মক আকার ধারণ করেছে ইতালি, স্পেন ও যুক্তরাষ্ট্রে। ইতালি ও স্পেন মৃত্যুর তালিকায় শীর্ষে থাকলেও আক্রান্তের সংখ্যায় সবার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।

দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ৬২৭ জনকে করোনাভাইরাস পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ২ হাজার ৩৮৪ জন মারা গেছেন।

ঢাকাটাইমস/৩০মার্চ/এমআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

গাজা যুদ্ধের ২০০তম দিন: ইসরায়েলি বর্বরতার শেষ কোথায়? 

এই বিভাগের সব খবর

শিরোনাম :