কাস্টমস হাউজ খোলা রাখার নির্দেশ

প্রকাশ | ৩০ মার্চ ২০২০, ১৪:১২ | আপডেট: ৩০ মার্চ ২০২০, ১৪:১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নিত্য প্রয়োজনীয় পণ্য ও জরুরি চিকিৎসা সামগ্রীর শুল্কায়ন স্বাভাবিক রাখতে সকল কাস্টমস হাউজগুলোকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারিকৃত ‌এক অফিস আদেশে সকল কাস্টমস হাউজকে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত সাধারণ ছুটিকালীন আমদাকনিকৃত নিত্য প্রযোজনীয় পণ্য, জরুরি চিকিৎসা ও অন্যান্য সেবাসামগ্রী শুল্কায়নসহ খালাস প্রদান এবং রপ্তানি ও ইপিজেডের কার‌্যক্রম সচল রাখার লক্ষে সকল কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশনসমূহে সীমিত আকারে দাপ্তরিক কার‌্যক্রম পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হলো।

এনবিআরের অফিস আদেশে আরও বলা হয়, ‘এখানে নিত্য প্রয়োজনীয় পণ্য, জরুরি চিকিৎসা ও অন্যান্য সেবাসমগ্রীর সঙ্গে শিল্পের কাঁচামাল এবং সরকারি/বেসরকারি/ স্বায়ত্বশাসিত সংস্থার আমদানিও অন্তর্ভুক্ত হবে। ’

করোনাভাইরাস প্রতিরোধের মূলমন্ত্র যার যার ঘরে থাকুন করোনাভাইরাস প্রতিরোধ করুন।  আর এ জন্য সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত।  এ সময়টাতে সকলকে ঘরে থাকতে বলা হয়ছে।

(ঢাকাটাইমস/৩০মার্চ/জেআর/ইএস)