সাইপ্রাসে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৫

প্রকাশ | ৩০ মার্চ ২০২০, ১৯:৩২ | আপডেট: ৩০ মার্চ ২০২০, ১৯:৩৮

মাহাফুজুল হক, সাইপ্রাস

সাইপ্রাসে রবিবার একদিনেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৫ জন। মারা গেছে একজন। এ পর্যন্ত সর্বমোট ২২০ জন আক্রান্ত এবং ছয়জন মারা গেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে।  রবিবার মৃত ব্যক্তির (৬৮) ছেলেও(৪৭) একই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন। ছেলের মাধ্যমে তার করোনা ছড়িয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এছাড়া যে ছয়জন মারা যান তার মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী।  

মহামারী সম্পর্কিত সরকারের পরামর্শক সংস্থার সদস্য ড. লিওন্টিয়োস কোস্ট্রিকিস জানান, এ ভাইরাসটি পরিবারে একজনের মাধ্যমে অন্যজনের শরীরে ছড়াচ্ছে। বড় পরিবারগুলোর সদস্যদের প্রতি দূরত্ব বজায় রেখে চলাচল করার পরামর্শ দেন তিনি।

সাইপ্রাস ছোট দেশ এবং মাত্র সাত লাখ মানুষের বসবাস। দেশটিতে এই মহামারি দ্রুত ছড়িয়ে পড়ার আতঙ্কে দিন কাটছে মানুষের।  

(ঢাকাটাইমস/৩০মার্চ/কেএম)