গফরগাঁওয়ে হতদরিদ্রদের পাশে শিক্ষক নেতারা

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মার্চ ২০২০, ১৯:৩৮

করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে অনেক নিম্ন আয়ের মানুষ। ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র ১০০ পরিবারের মাঝে চাল-ডাল ও আলু বিতরণ করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিমসহ সমিতির অন্যান্য নেতারা।

রবিবার রাতে ও সোমবার সকালে বাড়ি বাড়ি ঘুরে এসব সামগ্রী তুলে দেন তারা।

শিক্ষকরা জানান, প্রয়াত জালাল আহমেদের সন্তান ব্যবসায়ী আবদুল্লাহ আল মারুফ ফরহাদের সহযোগিতায় প্রতিটি পরিবারকে চার কেজি চাল, এক কেজি ডাল ও তিন কেজি করে আলু দেয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে শিক্ষক নেতৃবৃন্দ করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে বারবার হাত-মুখ ধোয়াসহ সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন।

গত এক সপ্তাহ ধরে মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, সাবানসহ বিভিন্ন সুরক্ষাসামগ্রী বিতরণ করে আসছে প্রাথমিক শিক্ষক সমিতি।

সমিতির নেতৃবৃন্দ জানান, প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :