নদীতে মাছ ধরতে গিয়ে শিশুর মৃত্যু

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মার্চ ২০২০, ২১:০৮

নওগাঁর আত্রাই উপজেলার লালুয়া গ্রামে আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে আবির (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবির উপজেলার লালুয়া গ্রামের চাদু প্রামানিকের ছেলে।

ঘটনার পর আত্রাই থানা ওসি মোসলেম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মোসলেম উদ্দিন জানান, দুপুরে ডুবে যাওয়া শিশু আবিরকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় আবিরকে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরে আবির মাছ ধরার জন্য বাড়ির পাশে আত্রাই নদীতে নামে। কিন্তু নদীর ধারে ডুব দিয়ে মাছ ধরার এক পর্যায়ে পানির নিচে থাকা সেচ পাম্পের পাইপে তার পা আটকে যায়। পানির নিচ থেকে ডুব দিয়ে উঠতে না দেখায় স্থানীয়রা সাথে সাথে তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :