মঠবাড়িয়ায় হত্যা মামলার সাক্ষীর বাড়িতে বিস্ফোরক নিক্ষেপ

প্রকাশ | ৩০ মার্চ ২০২০, ২১:৫২ | আপডেট: ৩০ মার্চ ২০২০, ২১:৫৪

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

পিরোজপুরের মঠবাড়িয়ার সাংবাদিক মেয়ে শিশু ঊর্মি (১০) হত্যা মামলার সাক্ষীর বাড়িতে বিস্ফোরক দ্রব্য নিক্ষেপের ঘটনা ঘটেছে। রবিবার রাতে মামলার সাক্ষী উপজেলার উত্তর বড়মাছুয়া গ্রামের সৈয়দ বেপারির বাড়িতে এ ঘটনা ঘটে।  সৈয়দ বেপারী সোমবার বিকালে মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। সৈয়দ বেপারী উপজেলা উত্তর বড়মাছুয়া গ্রামের মৃত তাজেম বেপারির ছেলে।

এলাকাবাসী ও জিডি সূত্রে জানা গেছে, রবিবার রাত ১০টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা সৈয়দ বেপারির বাড়িতে  বিস্ফোরক দ্রব্য নিক্ষেপ করে। হঠাৎ বিকট শব্দে ওই বাড়ির লোকজন কেঁপে ওঠে ও তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজনও ছুটে আসে। এ সময় পোড়া বারুদের গন্ধে দম আটকে যাচ্ছিল। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 মামলার সাক্ষী সৈয়দ বেপারীর সন্দেহ প্রকাশ করে বলেন, ঊর্মি হত্যা মামলায় সাক্ষ্য দেয়ার জের ধরে মামলার একমাত্র আসামি ছগির আকন আমাকে এবং পরিবারের সদস্যদের খুন-জখম করাসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছিল। ছগিরই এ ঘটনা ঘটিয়েছে।

আসামি ছগির আকন উত্তর বড়মাছুয়া গ্রামের মৃত. কুদ্দস আকনের ছেলে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জিডির সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৩০মার্চ/কেএম)