করোনার মধ্যেও বেলারুশে চলছে ফুটবল

প্রকাশ | ৩০ মার্চ ২০২০, ২১:৫৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

মহামারী করোনাভাইরাসে তোপে কাঁপছে পুরো বিশ্ব। ফুটবল-ক্রিকেটসহ বিশ্ব ক্রীড়াঙ্গনও স্তব্ধ। স্থগিত হয়ে আছে সকল খেলা। তবে এর মধ্যেও চলছে বেলারুশ প্রিমিয়ার ফুটবল লিগ। করোনাভাইরাসের মধ্যে নিজেদের লিগ চালিয়ে যাচ্ছে বেলারুশ। ইউরোপের একমাত্র দেশ হিসেবে নিজেদের ফুটবল লিগ স্থগিত করেনি বেলারুশ।

কারণ করোনাভাইরাস নিয়ে মোটেও চিন্তিত নন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কো। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে নিজ দেশের জনগণকে ভদকা পান করার পরামর্শ দিয়েছেন তিনি।

বেলারুশ ফুটবল ফেডারেশনের মুখপাত্র আলেক্সান্দর অ্যালেইনিক খেলা চালিয়ে যাবার ঘোষণা দেন। তিনি বলেন, ‘করোনা প্রতিরোধে আমরা সকল সতর্কতা গ্রহণ করেছি এবং ফুটবল চলতে থাকবে। ক্রীড়া মন্ত্রণালয়ের দিক নির্দেশনার সকল পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। দর্শকদের সবাইকে হ্যান্ড গ্লাভস সরবরাহ করা হয়েছে।’

সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের দেশটিতে বসবাস ৯৫ লাখ মানুষের। এর মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ১০০ জন। কিন্তু কেউই এখনও মারা যাননি।

(ঢাকাটাইমস/৩০ মার্চ/এসইউএল)