অসহায়দের পাশে দাঁড়ালেন জাহানারা আলম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০২০, ০৯:৫৫

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিহতে সৃষ্ট হওয়া দেশের সংকটময় পরিস্থিতিতে এগিয়ে আসছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ২৭ জন ক্রিকেটার সম্মিলিতভাবে প্রায় ৩১ লাখ টাকা দান করে সরকারি তহবিলে। নিজ নিজ উদ্যোগেও অসহায়, গরীবদের পাশে পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটাররা। এবার সে দলে যোগ দিলেন জাতীয় নারী দলের পেসার জাহানারা আলম। তামিমদের সাথে সম্মিলিত তহবিলে অংশগ্রহণ করতে পারেননি বলেও আছে তার আক্ষেপ।

জাতীয় নারী দলের এই পেসার মিরপুরে তার বর্তমান ঠিকানার আশাপাশের ৫০ পরিবারকে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিয়ে সাহায্য করার প্রস্তুতিও ইতোমধ্যে সেরে ফেলেছেন। দুই একদিনের মধ্যে শুরু হবে বিতরণের কাজও, ‘আমি বর্তমানে মিরপুর-৬ নাম্বারে আছি। এখানে অনেক গরীব ও খেটে খাওয়া পরিবারের বসবাস। আমি এরই মধ্যে অন্তত ৫০টি পরিবারের জন্য চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য দিতে সব কিছু জোগাড় করেছি। আশা করি, দুই একদিনের মধ্যে খাবারগুলো তাদের বাড়িতে পৌঁছে দিতে পারবো।’

জাতীয় দলের ক্রিকেটারদের সম্মিলিত তহবিলের কথা আগে জানলে নিজেও শরীক হতেন উল্লেখ করে জাহানারা বলেন তামিমদের পথে হাঁটার পরিকল্পনা আছে নারী দলের সদস্যদেরও, ‘আমি জানতাম না, জাতীয় দলের ভাইয়ারা বেতনের অর্ধেক দিয়ে দিচ্ছে। তাহলে আমিও দিতাম। কিন্তু এখন যেহেতু সেই সুযোগ নেই, নিজেই কিছু কাজ করছি। আর এখন আমারা জাতীয় নারী দলের সদস্যরা কেউ কাছাকাছি নেই। তাই হয়তো একসঙ্গে হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আশা করি, সবাই আলোচনা করে কিছু একটা আবার করবো।’

এদিকে ঢাকা প্রিমিয়ার লিগ খেলা ক্রিকেটারদের মধ্যে জাতীয় দল ও প্রথম শ্রেণির ক্রিকেটে বোর্ডের সাথে চুক্তিবদ্ধ নন এমন ক্রিকেটারদের এককালীন আর্থিক সাহায্যের ঘোষণা আগেই দেয় বিসিবি। আজ (৩০ মার্চ) নারী দলেরও প্রায় শতাধিক ক্রিকেটারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা দেয় বোর্ড। বিসিবির এমন উদ্যোগের প্রশংসা করেছেন জাতীয় নারী দলের এই পেসার।

গোটা নারী দলই খুশি এমন সিদ্ধান্তে উল্লেখ করে জাহানার ধন্যবাদ দেন বিসিবিকে, ‘আজই (৩০ মার্চ) শুনলাম বিসিবি নারী ক্রিকেটারদের জন্য ২০ হাজার করে টাকা দিচ্ছে যেন এই মুহূর্তে সবাই করোনা প্রতিরোধে নিজেদের প্রস্তুত রাখতে পারে। এটি দারুণ বিষয়। আমি না, আমাদের গোটা নারী দলই ভীষণ খুশি। অবশ্যই আমাদের অভিভাবক বিসিবির এজন্য ধন্যবাদ প্রাপ্য।’

(ঢাকাটাইমস/৩১ মার্চ/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :