হ্যান্ড স্যানিটাইজারের বিকল্প কাপড় ধোয়ার সাবান

প্রকাশ | ৩১ মার্চ ২০২০, ০৯:৫৭

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস

করোনাভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাবে হ্যান্ড স্যানিটাইজারের সংকট দেখা দিয়েছে বিশ্ব জুড়ে চাহিদা অনুযায়ী জোগান নেই। এই অবস্থায় সংক্রমণ বিশেষজ্ঞরা বলেছেন যে সংক্রমণের বিস্তার এড়ানোর সবচেয়ে ভাল উপায় কিন্তু হ্যান্ড স্যানিটাইজার নয়, অতি সহজলভ্য সাবান।

সাবান পানি দিয়ে ভালো করে হাত ধোয়াই করোনাভাইরাস মোকাবেলায় সবচেয়ে সহজ ও কার্যকরী উপায়। সাবান দিয়েই করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ গড়ে তুলতে পারে। বিশেষ করে কাপড় ধোয়ার সাবান। কেননা, বিশেষজ্ঞরা ক্ষারযুক্ত সাবানকে বেশি প্রাধাণ্য দিচ্ছেন।

বিশেষজ্ঞের মতে, স্যানিটাইজারের প্রাথমিক উপাদান হল অ্যালকোহল। এটিও করোনভাইরাস-এর লিপিড স্তরটি ভেঙে ফেলতে পারে। তবে সাবানের মতো ভাইরাস-এর সঙ্গে অ্যালকোহলের দ্রুত বন্ধন গঠন হয় না। তাই বিশেষজ্ঞদের দাবি, হ্যান্ড স্যানিটাইজারের থেকে সাবান ভাইরাস প্রতিরোধে বেশি কার্যকরী। পানি এবং সাবান ব্যবহারের সুযোগ না থাকলে তখন হ্যান্ড স্যানিটাইজার সাবানের ভালো বিকল্প হতে পারে। কিন্তু, তারপরেও হ্যান্ড স্যানিটাইজারের থেকে সাবানই ভাইরাস মোকাবেলায় বেশি শক্তিশালী। এক্ষেত্রে কাপড় ধোয়ার সাবানই বেশি কার্যকর। 

সাবানই সবচেয়ে ভাল উপায়, ধনী-গরিব সবার জন্য। হাতের কাছে পানি না থাকলে তখনই একমাত্র স্যানিটাইজার ব্যবহার করতে পারেন।

(ঢাকাটাইমস/৩১ মার্চ/আরজেড/এজেড)