এমন পরিস্থিতি কখনো দেখিনি: প্রধানমন্ত্রী

প্রকাশ | ৩১ মার্চ ২০২০, ১৩:০৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশসহ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস আতঙ্কে ভুগছে সবাই। এই ভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা পদক্ষেপ। তবে এর ভয়াবহতা কোথায় গিয়ে শেষ হবে তা নিয়ে শঙ্কা আছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইসময়টাকে ক্রান্তিকাল উল্লেখ করে বলেছেন, ‘একটি ক্রান্তিকালে এই ভিডিও কনফারেন্স। এরকম পরিস্থিতি বোধহয় আমরা জাতীয় জীবনে আর কখনও দেখিনি।’

মঙ্গলবার গণভবন থেকে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন। দেশের করোনা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এই ভিডিও কনফারেন্সে দেশের ৬৪ জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত রয়েছেন। জেলা প্রশাসকদের পাশাপাশি দেশের ৮ বিভাগীয় কমিশনারও এতে যুক্ত ছিলেন।

বাংলাদেশে এ পর্যন্ত ৪৯ জনের শরীরে করোনার সংক্রমণ হয়েছে। মৃত্যু হয়েছে ৫ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৯ জন।

তিনি বলেন, ‘আজ যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা কেবল বাংলাদেশে নয়, সমগ্র পৃথিবীজুড়ে এই সমস্যাটা রয়েছে। এখানে ধনী-দরিদ্র, দুর্বল কিংবা শক্তিশালী দেশ, উন্নত বা অনুন্নত সবাই এই পরিস্থিতির শিকার। কেউই বাদ যায়নি। এরকম পরিস্থিতি বোধ হয় আমরা জাতীয় জীবনে আর কখনও দেখিনি। অতীতের ঘটনা পর্যালোচনা করলে দেখা যাবে শত বছরে একবার করে এরকম একটা ধাক্কা আছে।

করোনা মোকাবিলায় সরকারের কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় ছিল জনগণকে সচেতন করা। সেটা আমরা করতে পারলেও তিন মাসে আমরা এই অবস্থা ধরে রাখতে পেরেছি। সবাই নিজেদের জায়গা থেকে যার যার দায়িত্ব পালন করেছেন বলেই এটা পেরেছি। আমরা বিমানবন্দর, নৌবন্দর চলাচল নিয়ন্ত্রণ করেছি। থার্মাল স্ক্যানারসহ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।’

(ঢাকাটাইমস/৩১মার্চ/বিইউ/এইচএফ)