ইতালিতে লকডাউনের মেয়াদ বাড়ল

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০২০, ১৪:০০

করোনাভাইরাসের মহামারি ঠেকাতে লকডাউনের মেয়াদ ইস্টার সানডে পর্যন্ত বাড়িয়েছে ইতালি। আগামী ১২ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই উৎসব। বিশ্বজুড়ে মহামারিতে পরিণত হওয়া করোনাভাইরাসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইউরোপের দেশ ইতালিতে। সোমবার দেশটিতে নতুন করে মারা গেছে ৮১২ জন। আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা বাড়লেও এদিন কমেছে নতুন আক্রান্তের সংখ্যা।

ইতালিতে এখন পর্যন্ত এই ভাইরাসে মারা গেছে ১১ হাজার ৫৯১ জন এবং দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ এক হাজার ৭৩৯ জন। আগামী এক সপ্তাহের মধ্যে ভাইরাসটির সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে বলে আশা করছে দেশটির কর্মকর্তারা। এরপরেই আক্রান্ত ও নিহতের সংখ্যা কমতে শুরু করবে বলে আশা করছেন তারা।

সোমবার ইতালির চিকিৎসকদের সংগঠন আরও ১৩জন চিকিৎসকের মৃত্যুর কথা জানিয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির ৬৩জন চিকিৎসকের মৃত্যু হলো। এছাড়াও আট হাজার ৩৫৮ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মেডিক্স ফেডারেশন এফএনওএমসিইও নিশ্চিত করেছে।

গত তিন সপ্তাহ ধরে কঠোর লকডাউনের মধ্যে রয়েছেন ইতালির বাসিন্দারা। বন্ধ রয়েছে সেখানকার দোকান, বার ও রেস্টুরেন্ট। অত্যাবশ্যকীয় না হলে কাউকে বাড়ির বাইরে বের হতে দেয়া হচ্ছে না। আগামী শুক্রবার ওই লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তা আগামী ইস্টার সানডে পর্যন্ত বাড়ানো হয়েছে।

(ঢাকাটাইমস/৩১মার্চ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :