কালীগঞ্জে সামাজিক কল্যাণ সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০২০, ১৬:২৫

লালমনিরহাটের কালীগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সামাজিক কল্যাণ সংগঠন। গত সোমবার রাতে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেশ্যাম (মাঠেরপাড়) এলাকায় ৪০ পরিবারের মাঝে চাল, ডাল ও সাবান বিতরণ করেছে সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন- সামাজিক কল্যাণ সংগঠনের উপদেষ্টা, ‘দৈনিক মুক্তি’র সম্পাদক ও প্রকাশক নূর আলমগীর অনু, সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম পলাশ, সোহেল রানাসহ সংগঠনের সকল নেতারা।

সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম পলাশ জানান, সামনে রমজান মাস আসছে। এদিকে করোনার প্রভাবে দেশের পরিস্থিতি খারাপ যাচ্ছে। সমাজের বিত্তবানরা বেশি করে জিনিসপত্র কিনে নিজেদের দখলে রেখেছে। এদিকে গরিবরা কিছুই পাচ্ছে না। এছাড়া দোকানে হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও তার দাম এত বেশি যে গরিবরা কিনতে পারছে না।

তিনি বলেন, ‘সমাজের মানুষের জন্য কিছু করতে পারাটা আমার কাছে গৌরবের। এর আগে আমরা নিজ উদ্যোগে সংগঠনের পক্ষ থেকে করোনাভাইরাস সংক্রমণ রোধে সচেতনামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেছি। এখন খাদ্য খাদ্যসামগ্রী বিতরণ করলাম।’

ঢাকাটাইমস/৩১মার্চ/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :