জীবিকার সন্ধানে পিপিই পরে রিকশা নিয়ে নেমেছেন রুপচান

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০২০, ১৬:৪২

নভেল করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই শেরপুরের নকলার বিভিন্ন গ্রামে রিকশা, ভ্যান, সিএনজিচালিত অটো রিকশা চলছে অবাধে।

সরেজমিনে মঙ্গলবার দুপুরে উপজেলার চন্দ্রকোনা গেলে চোখে পড়ে এক ভিন্ন চিত্র। পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট সংক্ষেপে যা পিপিই, মাস্ক, হ্যান্ডগ্লাভস ও হ্যালমেট পরে রিকশা চালাচ্ছেন একজন চালক।

তার নাম রুপচান মিয়া। তিনি নকলা পৌরসভার মমিনাকান্দা গ্রামের শমসের আলী ছেলে।

কথা প্রসঙ্গে রুপচান মিয়া বলেন, ‘ঘরে খাবার নাই। তাই পরিবারের ভরণ-পোষণের তাগিদে পিপিই, মাস্ক, হ্যান্ডগ্লাভস ও হ্যালমেট পরে গত কয়েকদিন ধরে রিকশা চালাচ্ছি। কিছু টাকা উপার্জনের চেষ্টা করছি।

একজন রিকশাচালক হয়ে কোথা থেকে এসব সামগ্রী পেলেন? এর উত্তরে রুপচান বলেন, ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতাম। সেখান থেকে এ সরঞ্জামগুলো সংগ্রহ করেছি।

(ঢাকাটাইমস/৩১মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :