টাঙ্গাইলে করোনার উপসর্গ নিয়ে পোশাকশ্রমিকের মৃত্যু

প্রকাশ | ৩১ মার্চ ২০২০, ১৭:১৭

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুরে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে হবিবুর রহমান হবি (৩৫) নামে এক পোশাকশ্রমিক মারা গেছেন। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

অসুস্থ হয়ে গত রবিবার তিনি ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন। মৃত হবি উপজেলার মহিষমারা ইউনিয়নের  টেক্কার বাজার গ্রামের হাসেন আলীর ছেলে। 

মহিষমারা ইউপি চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন জানান, হাবিবুর ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। রবিবার জ্বর নিয়ে বাড়িতে এসেছিলেন। বিষয়টি তার পরিবারের লোকজন গোপন রেখেছিল। সোমবার থেকে তার পাতলা পায়খানা শুরু হয়। মঙ্গলবার রক্ত বমি করতে করতে তার মৃত্যু হয়।

দুপুরে তার মৃত্যুর পরই এলাকায় ‘করোনায়’ মারা গেছে বলে খবর ছড়িয়ে পড়ে। আশেপাশের বাড়ির লোকজনও দূরে সরে যায়।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম পাঠানো হয়েছে। তারা নমুনা সংগ্রহ করবেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান জানান, আইইডিসিআর এর প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রুবিনার নেতৃত্বে একটি দল মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করার জন্য তার বাড়িতে গেছে। পরে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। ওই দলের তত্ত্বাবধানে মৃত ব্যক্তির দাফন হবে। মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩১মার্চ/এলএ)