ভূঞাপুরে করোনায় আক্রান্ত সন্দেহভাজন যুবক নিখোঁজ

প্রকাশ | ৩১ মার্চ ২০২০, ১৭:২৮

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের ভূঞাপুরে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহভাজন মিন্টু মিয়া নামে এক যুবক নিখোঁজ। উপজেলার নিকরাইল ইউনিয়নের ১ নং পুর্নবাসন গ্রামের ওই যুবক গত চার দিন ধরে নিখোঁজ। তার পরিবারকে লকডাউন করে রেখেছে স্থানীয় প্রশাসন।

নিখোঁজ মিন্টুর পিতা সাইফুল ইসলাম সরকার জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরে একটি কোম্পানিতে চীনের লোকদের সঙ্গে হেলপারের কাজ করে আসছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ১০ দিনের ছুটি ঘোষণা করলে গত শুক্রবার সর্দি ও জ্বর নিয়েই বাড়ি ফেরেন মিন্টু।

করোনাভাইরাসের আশঙ্কায় তাকে চিকিৎসা নেওয়ার জন্য বললে মিন্টু বলেন, ‘আমার কোনো ভাইরাস ধরেনি।’

মিন্টুর মা জানান, মিন্টু বাড়ি ফিরলেই ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নেয়ার জন্য বলা হলে রাগারাগি করে বাড়ি থেকে চলে যায়। তারপর আত্মীয় স্বজন ও শ্বশুরবাড়ি খোঁজ নিয়েও কোন সন্ধান পাওয়া যায়নি তার।

এ বিষয়ে নিকরাইল ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার বলেন, ‘বিষয়টি জানার পর করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আমরা তাৎক্ষণিক ওই পরিবারকে লকডাউন করে দেই।’

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি পরিষদের চেয়ারম্যানদের একটি সেল গঠন করে দেয়া হয়েছে। তারা বিষয়টি দেখবেন।

ঢাকাটাইমস/৩১মার্চ/পিএল