কলাপাড়ায় করোনা ‘আতঙ্কে’ রোগী শূন্য হাসপাতাল

এসকে রঞ্জন, কলাপাড়া (পটুয়াখালী)
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০২০, ১৮:৩৪

করোনাভাইরাস আতঙ্কে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগী শূন্য হয়ে পড়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা,সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাসের সচেতনা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে রোগীর সংখ্যা কমেছে।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের বহির্বিভাগে কোন রোগীর আনাগোনা নেই। তবে টিকিট কাউন্টারে দুইজন কর্মচারীকে বসে অলস সময় কাটাতে দেখা যায়। স্বাভাবিক সময়ে যেখানে রোগী ২৫০ হতে ৩০০ পর্যন্ত হতো, সেখানে করোনা প্রকোপের কারণে ৫০-৬০ জনের বেশি রোগী হয় না।

হাসপাতালের বহির্বিভাগের খাতা হতে কয়েকদিনের ডাটা খুঁজে দেখা যায়, রবিবার ১৩ জন, সোমবার ৫৯ জন এবং মঙ্গলবার দুপুর পর্যন্ত ৫৬ জন রোগী ডাক্তার দেখাতে এসেছে। কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জেএইচ খাঁন লেলিন জানান, করোনাভাইরাস আতঙ্কে সাধারণ মানুষের মধ্যে অনেক সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে হাসপাতালে এখন রোগীর সংখ্যা কমে গেছে। এটি অবশ্যই একটি ভালো দিক।

(ঢাকাটাইমস/৩১মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :