চিকিৎসক ও সাংবাদিকদের পিপিই দিলেন মাশরাফি

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০২০, ১৮:৩৬

চিকিৎসক ও সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পোশাক (পিপিই) দিয়েছেন নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজা। মঙ্গলবার দুপুরে মাশরাফির পক্ষ থেকে তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপন চিকিৎসক ও সাংবাদিকদের দেয়ার জন্য সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেনের হাতে ২৪০টি পিপিই তুলে দেন।

এর মধ্যে চিকিৎসকদের ২০০ এবং সাংবাদিকদের ৪০টি পিপিই দেয়া হবে।

মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় প্রয়োজনে আরো পিপিই সরবরাহ করবে মাশরাফি।’

এসময় আরো উপস্থিত ছিলেন- সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুস শাকুর ও আবাসিক মেডিকেল অফিসার মশিউর রহমান বাবু।

মাশরাফির এ উদ্যোগে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মশিউর রহমান বাবু তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘পিপিই পাওয়ায় ডাক্তার ও নার্সদের মনোবল বেড়েছে।’

ঢাকাটাইমস/৩১মার্চ/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :