ডাক্তারদের সূর্য সন্তান হওয়ার সুযোগ এসেছে: ব্যরিস্টার সুমন

প্রকাশ | ৩১ মার্চ ২০২০, ১৮:৫৪ | আপডেট: ৩১ মার্চ ২০২০, ১৮:৫৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

করোনাভাইরাসের এই দুর্যোগে চিকিৎসকদের সামনে সূর্য সন্তান হওয়ার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

মঙ্গলবার বিকালে তার ফেসবুক পেজে তিনি এমন মন্তব্য করে একটি ভিডিও প্রকাশ করেন।

তিনি বলেন ডাক্তাররা মহান পেশায় আছেন। দুর্দিনে জাতির পাশে দাঁড়ানো মহান দায়িত্ব। কিন্তু দুঃখের বিষয় হলো অনেক ডাক্তার এই দুর্যোগের সময় অনুপস্থিত।

আমরা জানি আপনারা হয়তো পুরোপুরিভাবে পিপিই পাননি। তারপরও যতটুকু পেয়েছেন এতেই করেই দায়িত্ব পালন করা উচিত।

তিনি বলেন, আপনারা যদি চিকিৎসা দিতে দেরি করেন। রাজি না হন। জীবনের ভয় পান তাহলে বিবেকের মূখোমূখি হবেন কিভাবে?

তিনি বলেন, বিদেশে অবসর প্রাপ্ত ডাক্তার নার্সরা চিকিৎসা সেবা দিতে সরকারের কাছে অনুরোধ করছে আর আপনার চাকুরি করা অবস্খায় দায়িত্ব পালন করকে চান না। বিদেশিরা বিবেকের তাড়নায় সরকারকে সহযোগিতা করতে চাচ্ছেন। সরকারি চাকরি করা অবস্থায় আপনারা চিকিৎসা সেবা দিকে বাধ্য। আপনাদের দায়িত্বের অবহেলার কারণে আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে।

সাধারণ মানুষকে বললো আপনারা চিকিৎসা সেবা থোে বঞিচত হলে আইনের আশ্রয় নিতে পারবেন।

'করোনা ভাইরাস কোভিট-১৯ বিশ্বব্যাপি হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এ ভাসরাসে বাংলাদেশে মারা গেছেন ৫ জন। আক্রান্ত হয়েছে অর্ধশতাধিক।'

ঢাকা টাইমস/ ৩১ মার্চ/এআইএম