খাদ্য সহায়তা পেয়ে দোকান বন্ধ রেখেছেন চা দোকানিরা

প্রকাশ | ৩১ মার্চ ২০২০, ২০:২৪ | আপডেট: ৩১ মার্চ ২০২০, ২০:২৭

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনাভাইরাস সংক্রমণ রোধে চায়ের দোকানে জনসমাগম বন্ধ করতে খাদ্য সহায়তা দিয়েছেন যশোর সদর উপজেলার দেয়াড়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান। মঙ্গলবার সাড়ে তিনশ চা দোকানিকে এ সহায়তা দেন তিনি। খাদ্য সহায়তা পেয়ে দোকান বন্ধ রেখেছেন তারা।

জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে সরকার জনসমাগম বন্ধ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্দেশনা জারি করলেও গ্রামের দরিদ্র মানুষ পরিবারের সদস্যদের মুখে খাদ্য তুলে দিতে কাজে বের হচ্ছেন। বিশেষ করে পাড়া-মহল্লার চা দোকানিরা নিয়মিত দোকান খুলে বসছেন। এদিকে নির্দেশনা উপেক্ষা করে দোকানে আড্ডা দেয় গ্রামবাসী।

ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জানান, অনেক বলেও চায়ের দোকানগুলো বন্ধ করা যাচ্ছিল না। তাই এ দোকানগুলো বন্ধ করতে ইউনিয়ন পরিষদের রাজস্ব আয়ের অর্থ ও জনপ্রতিনিধিদের অনুদানের অর্থে প্রত্যেক চা দোকানিকে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল ও একটি করে সাবান দেওয়া হয়েছে।

ঢাকাটাইমস/৩১মার্চ/পিএল