রাজধানীর ভোটার না হওয়ায় খাদ্য সহায়তা পেতে বিপত্তি!

কাজী রফিক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০২০, ২০:০৭

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে নিম্ন আয়ের মানুষকে ঢাকার দুই সিটি করপোরেশন থেকে যেসব খাদ্যসামগ্রী দেয়া হচ্ছে রাজধানীর ভোটার না হওয়ার কারণে অনেকেই তা পাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

করোনাভাইরাসের মহামারির মধ্যে সাধারণ ছুটিতে কার্যত স্থবির রাজধানীর জনজীবন। বিভিন্ন শ্রেণিপেশার বিপুল পরিমাণ মানুষ ছেড়েও গেছেন রাজধানী। এর বাইরে ঢাকায় রয়ে গেছেন গণপরিবহন কর্মী, দিনমজুর, রিকশা-ভ্যান চালক, চা-দোকানিসহ নিম্ম আয়ের অনেক শ্রমজীবী। ছুটির কারণে তাদের আয়েও ভাটা পড়েছে। ফলে দৈনন্দিন জীবনের খরচ জোগানোই দায় হয়েছে তাদের।

এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষকে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে নিদের্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ড ও ১৮টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে ২৮ হাজার ৮শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে। একই প্রক্রিয়ায় দক্ষিণের ৭৫টি ওয়ার্ড ও ২৫টি সংরক্ষিত ওয়ার্ডের মাধ্যমে ৪০ হাজার পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

তবে অভিযোগ উঠেছে, স্থানীয়ভাবে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ঠিকানা দেখে এসব খাদ্যসামগ্রী বিতরণের তালিকা করা হচ্ছে। এছাড়া স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে বিতরণ করা খাদ্যসামগ্রী দেয়া হচ্ছে কেবল স্থানীয় ভোটারদের। ফলে বাদ পড়ছেন কর্মসূত্রে ঢাকায় থাকেন কিন্তু গ্রামে ভোটার হয়েছেন এমন নিম্ন আয়ের মানুষরা।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, অনেকেই একাধিকবার খাদ্যসামগ্রী নিয়েছেন। তাই কেউ যেন অসদুপায়ে বার বার খাদ্য সহায়তা না নিতে পারে সেজন্যই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনআইডিকে বিবেচনায় নেয়া হচ্ছে।

দুই দিন ধরে এর-ওর পেছনে ঘুরেও সরকারের দেয়া খাদ্যসামগ্রী নিতে পারেননি বলে অভিযোগ করেছেন মোহাম্মদপুরের মানিক মিয়া নামের এক রিকশা চালক। তিনি জানান, স্থানীয়ভাবে যে তালিকা করা হচ্ছে, তাতে তার নাম দেয়ার সুযোগ হয়নি। কারণ তিনি ঢাকার বাইরের ভোটার।

মানিক বলেন, ‘ঢাকার বাইরের ভোটার সেই জন্য কি আমি পামু না? আমার তো ইনকাম নাই। রিকশা নিয়া বাইর হই, প্যাসেঞ্জার নাই। রিকশার জমাও ওঠে না। দুই দিন ধরে খাবারের জন্য এর-ওর পেছনে কম ঘুরি নাই। কেউ পাত্তা দেয় না।’

রাজধানীর বিভিন্ন এলাকায় কাউন্সিলরদের পক্ষ থেকে এমন তালিকা করতে দেখা গেছে অনেককেই। মূলত যাদের হাতে তালিকা তৈরির দায়িত্ব ধেয়া হয়েছে তাদের বিরুদ্ধেই স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মহাপরিচালক নিখিল রঞ্জন রায়ের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে ঢাকা টাইমসকে তিনি বলেন, ‘খাদ্য সামগ্রী বিতরণের বিষয়টির ভার সিটি করপোরেশনের মেয়রদের হাতে ন্যস্ত করা হয়েছে। বিষয়টি তারাই দেখছেন।’

এনআইডি কার্ড দেখে তালিকার বিষয়ে ঢাকা উত্তর সিটির ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিব সারোয়ার মাসুম ঢাকা টাইমসকে জানান, এনআইডি কার্ড না রাখলেও কার্ডের নাম্বার ও ঠিকানা রাখা হচ্ছে। এতে করে একই ব্যক্তি একাধিকবার খাদ্যসামগ্রী নেয়ার কোনো সুযোগ থাকবে না।

মাসুম বলেন, ‘বর্তমানে বেকার হয়ে পড়া অনেককে তো আমরা ব্যক্তিগতভাবে চিনি। চায়ের দোকানদার, গাড়ির ড্রাইভার, হেলপার এদেরকে শনাক্ত করে সহায়তা দেয়া হচ্ছে। এছাড়া যারা সমস্যায় আছে, সবাইকে খাদ্য সামগ্রী দেয়া হবে।’

উত্তর সিটির ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক বলেন, ‘খাদ্য সামগ্রী বিতরণের ক্ষেত্রে আমরা গোপনীয়তা রক্ষা করছি। রাতের বেলা বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছি। কেউ অভাবি না, সবাই পরিস্থিতির শিকার।’

এবিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা ঢাকা টাইমসকে জানান, দুস্থ, অভাবী, কর্মহীন হয়ে পড়া মানুষদের তালিকা তৈরি করে খাদ্যসামগ্রী বিতরণের জন্য কাউন্সিলরদের নির্দেশনা দেয়া হয়েছে। কোথাও কোথাও খাদ্যসামগ্রী যার দরকার তার কাছে পৌঁছাচ্ছে কিনা নিশ্চিত করতে এনআইডি কার্ড দেখা হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা গরিব, দুস্থ মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করেছি। কেউ যদি বাদ পরে, তাহলে পরবর্তীদের তাদেরকে দেয়া হবে। তবে, এবার যারা পাচ্ছে, পরবর্তীবার তারা পাবে না। গরিব মানুষ কেউ যেন বাদ না যায়, আমরা সেটা নিশ্চিত করতে চাই।’

বুধবার দক্ষিণ সিটির ২০ নম্বর ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণের কথা রয়েছে। ওয়ার্ডটির কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন ঢাকা টাইমসকে জানান, ছিন্নমূল মানুষদের জন্য আলাদাভাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া ওয়ার্ড পর্যায়ে কর্মহীন হয়ে পড়া বস্তিবাসীর তালিকা তৈরি করা হচ্ছে।

রতন বলেন, ‘আমার ওয়ার্ডে যত বস্তি আছে, যাদের খাবারের সংকট আছে, আমরা তাদের তালিকা তৈরি করছি। বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে। এতে করে কেউ বাদ পড়বে না। আবার কেউ একাধিকবার নেয়ারও সুযোগ থাকবে না।’

একই কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মোস্তফা কামাল মজুমদার। ঢাকা টাইমসকে তিনি বলেন, ‘কাউন্সিলররা তালিকা তৈরি করছে। তালিকা অনুযায়ী বস্তিবাসীদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে। কেউ বাদ যাবে না।‘

(ঢাকাটাইমস/৩১মার্চ/কারই/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :