আধিপত্য নিয়ে সংঘর্ষে দুই সহোদর নিহত

প্রকাশ | ৩১ মার্চ ২০২০, ২৩:০০ | আপডেট: ৩১ মার্চ ২০২০, ২৩:১৫

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুই সহোদর নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ সংঘর্ষ বাঁধে।

নিহত দুই সহোদর একই এলাকার চাঁদ আলীর ছেলে। তারা হলেন- নেহেদ আলী (৫৫) ও গোকুল আলী (৬০)।

পুলিশ ও স্থানীয়রা বলছে, সোমবার দুপুরে পাহাড়পুর ঈদগাঁ মাঠে ক্রিকেট খেলা নিয়ে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক ও  ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইউপি সদস্য ফিরোজ আহমেদ কটার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বাঁধবাজার পুলিশ ক্যাম্পে উভয়ের মধ্যে সালিশ বৈঠক হয়। একই ঘটনায় আধিপত্য নিয়ে আজ মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষে হাতাহাতি ও সংঘর্ষ হয়। এতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ রহমান কটার সমর্থকদের পাহাড়পুর গ্রামের নেহেদ আলী ও গোকুল আলী গুরুতর জখম হয়। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, পাহাড়পুরে সংঘর্ষে দুজন নিহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

(ঢাকাটাইমস/৩১মার্চ/এলএ)