স্পেনে করোনায় একদিনে ৯০০ জনের প্রাণহানি

প্রকাশ | ০১ এপ্রিল ২০২০, ০০:১৬ | আপডেট: ০১ এপ্রিল ২০২০, ০০:১৯

মোহাম্মদ ওয়াসি উদ্দিন, স্পেন

স্পেনে প্রাণঘাতি কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯০০ জন মারা গেছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৬৯ জনে। আক্রান্ত হয়েছে ৯৪ হাজার  ৪১৭ জন। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত ১৯ হাজার ২৫৯ জন রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এই ভাইরাস প্রতিরোধে গত ১৪ মার্চ  থেকে পুরো দেশকে রেডজোনের আওতাভুক্ত ঘোষণা করার পর এখন অবধি গৃহবন্দি হয়ে আছে দেশটির চার কোটি ৬৭ লাখ মানুষ। স্পেনে  বসবাসরত প্রায় ৪৪ হাজার বাংলাদেশিও গৃহবন্দি করোনা ভীতি ও উৎকণ্ঠা  নিয়ে দিন কাটাচ্ছে। এ যাবত স্পেনে  আক্রান্ত হয়েছে ৬৭ জন বাংলাদেশি এবং মাদ্রিদের বাঙালি অধ্যুষিত এলাকা  ‘লাভাপিয়েস’-এ  করোনা আক্রান্ত হয়ে মারা গেছে একজন বাংলাদেশি।

এদিকে দেশটির সরকার জনগণের উৎকন্ঠা কমাতে অস্থায়ী কর্মহীনদের  জন্য বিশেষ বেকার ভাতা প্রদান করছেন, যা মূল বেতনের শতকরা ৭০ ও  শতকরা ৭৫ হারে এবং তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছয় মাস বহাল থাকবে। স্থানীয় হাসপাতালগুলোতে রোগীর সংকুলান না হওয়ায় সরকারের নির্দেশে বিভিন্ন শহরে তৈরি করা হচ্ছে অস্থায়ী হাসপাতাল।

(ঢাকাটাইমস/১ এপ্রিল/এলএ)