ভারতের ‘নেহরু’ স্টেডিয়াম এখন কোয়ারেন্টাইন সেন্টার

প্রকাশ | ০১ এপ্রিল ২০২০, ১০:৪১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

করোনা আক্রান্তের নিরিখে ভারতের মহারাষ্ট্র ও কেরালার পর তৃতীয়স্থানেই রয়েছে রাজধানী নয়াদিল্লি। করোনার জেরে গোটা ভারতের সঙ্গে চরম স্বাস্থ্য সংকটে রাজধানীর চিকিৎসা ব্যবস্থাও। এমন সময় জওহরলাল নেহরু স্টেডিয়ামকে কেজরিওয়াল সরকারের হাতে তুলে দিল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এসএআই)। সংকটের সময় কোভিড-১৯ আক্রান্তদের কোয়ারেন্টাইন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে আন্তর্জাতিক এই স্টেডিয়ামকে।

এক সূত্র মারফত স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সংবাদসংস্থা এএনআই’কে জানিয়েছে, দিল্লির সরকারের তরফ থেকে আমাদের কাছে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই আমরা নেহরু স্টেডিয়ামকে সরকারের হাতে তুলে দিয়েছি। পাতিয়ালার সাই ট্রেনিং সেন্টারও ১২০ সংখ্যার আসনবিশিষ্ট কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে প্রস্তুত রয়েছে।

১৩০০ ছাড়িয়েছে দেশজুড়ে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যা ছুঁয়েছে ৪০। এমন দুঃসময়ে দেশের মানুষের পাশে থাকার বার্তা নিয়ে এগিয়ে আসছেন অ্যাথলেটরা। গত শনিবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনার বিরুদ্ধে লড়াইয়ে একটি আপদকালীন ফান্ড তৈরি করেন এবং দেশের মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার বার্তা দেন। শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভীর, সুরেশ রায়না, হিমা দাস, পিভি সিন্ধু, বিরাট কোহলি, বজরং পুনিয়া সহ বিভিন্ন ক্ষেত্রে দেশের প্রথম সারির অ্যাথলিটরা এগিয়ে এসেছেন ইতোমধ্যেই। মঙ্গলবার ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক ৮০ লক্ষ টাকা করোনা তহবিলে দান করার কথা ঘোষণা করেছেন রোহিত শর্মা।

উল্লেখ্য, দিনকয়েক আগে উদ্বেগজনক পরিস্থিতির কথা মাথায় রেখে ইডেন গার্ডেন্সকে সরকারের হাতে তুলে দেওয়ার বার্তা দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ইডেনের ইন্ডোর ফেসিলিটি ও ক্রিকেটারদের ডর্মিটরিগুলো কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে চাইলেই ব্যবহার অরতে পারে সরকার। জানিয়েছিলেন সিএবি’র প্রাক্তন প্রেসিডেন্ট। যদিও ইডেনকে কোয়ারেন্টাইন কেন্দ্র হিসেবে এখনও গ্রহণ করেনি পশ্চিমবঙ্গ সরকার। তবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ২৫ লক্ষ টাকা অনুদান ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপদকালীন ফান্ডে।

(ঢাকাটাইমস/০১ এপ্রিল/এআইএ)