এবার সেনা নামানোর দাবি ঋষির

বিনোদন ডেস্ক
 | প্রকাশিত : ০১ এপ্রিল ২০২০, ১১:৫২

করোনার জেরে লকডাউন গোটা ভারত। সবাই ঘরবন্দি। এই একঘেঁয়ামী ভাব কাটাতে সন্ধ্যার দিকে কিছু সময়ের জন্য হলেও মদের দোকান খোলা রাখার দাবি তোলেন বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কাপুর। সোশ্যাল মিডিয়ায় তোলো অভিনেতার এই দাবি মনে ধরেছিল নেটিজেনদের। কেউ আবার সমালোচনাও করেছিলেন।

দুদিন না যেতে ভারত সরকারের কাছে আরও এক দাবি তুললেন অভিনেতা রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর। লকডাউনের সময় সবাইকে ঘরে থাকতে বাধ্য করাতে তিনি সেনাবাহিনী নামানোর দাবি তুলেছেন। এই মুর্হতে যারা সরকারি নির্দেশ মেনে ঘরে থাকছেন না, তাদের জন্য সেনা নামানোর পরামর্শ দেন ঋষি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাস রুখতে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন। তবে অনেকেই সেই নির্দেশ মানছেন না। না ছুতোয় রাস্তায় ভিড় জমাচ্ছেন অনেকে। মাস্কও ব্যবহার করছেন না অনেকে। যার ফলে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এ জন্যই বেজায় চটেছেন ঋষি।

মঙ্গলবার রাতে তিনি টুইটারে লেখেন, ‘আজ এটা হল, কাল জানি না আরও কী হবে? সে জন্যই আমি বলেছিলাম, আমাদের সেনা নামানো উচিত। জরুরি অবস্থা জারি করা উচিত।’

ঢাকাটাইমস/০১এপ্রিল/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :