‘খেটে খাওয়া মানুষের পাশে আছে সরকার’

প্রকাশ | ০১ এপ্রিল ২০২০, ১৪:০১

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনাভাইরাস সংক্রমণ রোধে সবাইকে ঘরে থাকার পরামর্শে বিপদে পড়েছেন নিম্ন আয়ের দিনমজুর শ্রমজীবী মানুষরা। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, কর্মহীন অসহায়, দরিদ্র, খেটে খাওয়া মানুষের পাশে রয়েছে সরকার।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের নিকট পিপিই দেওয়ার সময় নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইসরাফিল আলম এসব কথা বলেন।

তিনি জানান, দেশে যথেষ্ট পরিমাণ খাবার মজুদ আছে। সংকটময় এ সময়ে ঝুঁকি নিয়ে কাউকে খাবার সংগ্রহে বাড়ির বাইরে যেতে হবে না। সরকারি বরাদ্দের ত্রাণ সামগ্রী উপজেলা প্রশাসনের মাধ্যমে পৌঁছানোর কাজ শুরু হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় আরো ছিলেন- ইউএনও ছানাউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা হ্যাপি, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল, আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল ও সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল।

ঢাকাটাইমস/০১এপ্রিল/পিএল