ফরিদপুরে সরকারি খাদ্য সহায়তা শুরু

প্রকাশ | ০১ এপ্রিল ২০২০, ১৪:২৩

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

সারাদেশে করোনাভাইরাসের প্রভাবে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের আয়ের পথ বন্ধ। গত ছয় দিন জেলার গ্রামগঞ্জের কৃষক-দিনমজুর এমনকি রিকশা চালকরা একরকম ঘরবন্দি। এই সময়ে কোনো আয় না থাকায় অন্যদিকে সরকারি সহায়তা না পাওয়ায় পরিবার নিয়ে অতিকষ্টে জীবনযাপন করছে। বুধবার দুপুর থেকে ফরিদপুর জেলার সদর উপজেলার চারটি ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা দেয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন।  

জেলার নর্থচ্যানেল, মাচ্চর, কৃষ্ণনগর ও চাঁদপুর ইউপিতে সাড়ে ৭০০ পরিবারের মধ্যে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল দেয়া হয়।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা জানান, সরকারি নির্দেশ পাওয়ার পর থেকে প্রতিটি গ্রামে তালিকার কাজ তৈরির পর হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা দেয়া শুরু হয়েছে। তালিকাভুক্তরা পর্যায়ক্রমে সবাই এই কর্মসূচির আওতায় আসবে বলে জানান তিনি।

জেলার বিভিন্ন গ্রামের খেটে খাওয়া মানুষরা জানান, ছয়-সাত দিন তাদের কোনো কাজ নেই। খেতের ফসল বিক্রি করতে পারছেন না। কষ্টে সংসার চলছে। সরকার আমাদের পাশে না দাঁড়ালে পরিবার নিয়ে চলতে পারবে না।

(ঢাকাটাইমস/১এপ্রিল/কেএম)