ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবা খুন

প্রকাশ | ০১ এপ্রিল ২০২০, ১৪:৫২ | আপডেট: ০১ এপ্রিল ২০২০, ১৫:২০

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ছেলেকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে খুন হলেন বাবা। মঙ্গলবার রাত ১০টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত মজের আলীর ছেলে ওমর আলী (৫০)। তিনি একজন ভ্যানচালক ছিলেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ধর্মচাকি গ্রামের জাহিদ হোসেনের ট্রলিতে ৩০০ টাকা চুক্তিতে দিনমজুর হিসেবে কাজ করত নিহতের ছেলে পারভেজ । ১০০ টাকা বেশি পেয়ে অন্য কাজে চলে যাওয়ায় পারভেজকে মারধর করে জাহিদ হেসেন। ছেলেকে মারধরের প্রতিবাদ করতে জাহিদের বাড়ি যায় ওমর আলী। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওমর আলীকে কুপিয়ে জখম করে জাহিদ। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ওসি আরো জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকাটাইমস/০১এপ্রিল/পিএল