৪২ বস্তা সরকারি চালসহ ডিলার আটক

প্রকাশ | ০১ এপ্রিল ২০২০, ১৪:৫৫

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দলে খাদ্যবান্ধব কর্মসূচি ৪২ বস্তা চালসহ ডিলার মুজিবুর রহমান সানাকে আটক করেছে পুলিশ।

সরেজমিন ঘুরে ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, করোনা সংকটকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে ২৭ মার্চ ১০ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচি চাল বিতরণ শেষ হয়।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ভ্যানচালক বড়দল গ্রামের আলী গাজীর পুত্র জিন্নাত গাজীর ভ্যানে করে কালো পলিথিন দিয়ে ঢেকে বড়দল বাজারের ঈমান গাজীর ছেলে শাহাজান গাজীর দোকানে রাখা হয়। খবর পেয়ে বুধবার বেলা ১১টায় আশাশুনি থানার ওসি আবদুস সালাম ঘটনাস্থলে এসে বাজারে বিক্রির উদ্দেশ্যে চোরাই ৪২ বস্তা চাল জব্দ করেন। ভ্যানচালক পলাতক থাকায় তার ছেলের স্বীকারোক্তি অনুসারে মুজিবুর রহমান সানাকে আটক করা হয়।

আশাশুনি থানার ওসি আবদুস সালাম জানান, বুধবার সকালে খবর পেয়ে ১২৭০ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়। এ সময় দোকান মালিক শাহজাহান গাজীকে খুঁজে পাওয়া যায়নি। ডিলার মুজিবুর রহমানকে আটক করা হয়েছে এবং দোকান মালিক শাহজাহানকে আটকের চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, এ বিষয়ে আশাশুনি থানায় মামলার প্রস্তুতি চলছে।

বর্তমান দেশের সংকটময় মুহূর্তে যারা অসহায় হতদরিদ্র মানুষের হক মেরে খাচ্ছেন তাদের সঠিক বিচার দাবি করেছেন এলাকাবাসী।

(ঢাকাটাইমস/১এপ্রিল/এলএ)