লোক দেখানো কাজ পছন্দ নয় ডিপজলের

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ০১ এপ্রিল ২০২০, ১৪:৫৮

বিশ্বের অন্যান্য দেশের মতো করোনাভাইরাসের যে থাবা বাংলাদেশেও পড়েছে তাতে আক্রান্ত হয়েছে চলচ্চিত্র খাতও। সব ধরনের শুটিং বন্ধ, সিনেমার মুক্তি বন্ধ। যার ফলে বেকার হয়েছে পড়েছে এই খাতের হাজারো কর্মী। তাদের অধিকাংশেরই ‘দিন আনে দিন খায়’ টাইপ অবস্থা। আয় রোজগার বন্ধ। তাই মহা সঙ্কটে পড়েছে এই শ্রেণির মানুষ।

বিনোদন জগতের এসব কর্মীদের চলমান এই দুর্দশা থেকে কিছুটা স্বস্তি দিতে ইতোমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এবং অনেক তারকারাও। যে যার মতো করে সাহায্য করছেন এবং অন্যদের এগিয়ে আসার জন্য আহ্বানও জানাচ্ছেন।

বসে নেই বাংলা চলচ্চিত্রের একসময়কার ভয়ংকর খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলও। তিনি ঘোষণা দিয়েছেন, ‘চলচ্চিত্রের কাউকে না খেয়ে থাকতে হবে না। যতদিন প্রয়োজন হবে আমার সাধ্যমতো তাদের সহযোগিতা করে যাবো। আমি সবাইকে আহ্বান জানাবো, যাদের সামর্থ্য আছে তারা সবাই এগিয়ে আসুন।’

এরইমধ্যে চলচ্চিত্রের অসহায় শিল্পী ও কলাকুশলীদের সহায়তা দেয়া শুরু করেছেন ডিপজল। কিন্তু এই বিষয়টা তিনি গোপন রাখতে চান। তিনি বলেন, ‘সাহায্য করে তা জাহির করা ঠিক না। সেটা লোক দেখানো বিষয়ে পরিণত হয়। এমন কাজ আমার পছন্দ নয়। আমি সাধ্যমতো চলচ্চিত্রের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। যতদিন বাঁচব, তাদের পাশে থাকব। এটা বলার বিষয় নয়।’

ডিপজল মনে করেন, ‘মানুষের পাশে দাঁড়ানো বা সহযোগিতা করা মানসিকতার বিষয়। মানুষের পাশে দাঁড়ানো সহজ বিষয় নয়। এই সক্ষমতা আল্লাহ সবাইকে দেন না। অনেকের সক্ষমতা থাকলেও মানুষের পাশে দাঁড়ান না। এটা যার যার মানসিকতার ব্যাপার। আমি চেষ্টা করি সবসময় মানুষের পাশে দাঁড়াতে।’

ঢাকাটাইমস/০১এপ্রিল/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

তৃতীয় বিয়েটা কবে করবেন আমির খান? প্রশ্ন শুনে যা হলো

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :