নন্দীগ্রামে জনসমাগম সৃষ্টি করায় হাট ভাঙল প্রশাসন

প্রকাশ | ০১ এপ্রিল ২০২০, ১৬:২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বগুড়ার নন্দীগ্রামে ২৬টি হাট-বাজার বন্ধের ঘোষণা দিয়েছেন উপজেলা প্রশাসন। এরপরও বুধবার সকাল থেকেই শুরু হয় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দার হাট। খবর পেয়ে জনসমাগম সৃষ্টি করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শারমিন আখতার পুলিশের সহায়তায় হাটটি ভেঙ্গে দেয়।

এসময় এ সংকট সময়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে উপস্থিত জনসাধারণের উদ্দেশে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য সচেতনতামূলক বক্তব্য দেন তিনি।

তিনি জানান, নিষেধাজ্ঞা অমান্য করে হাট বসিয়ে জনসমাগম সৃষ্টি করায় এ হাট ভেঙ্গে দেয়া হয়েছে।

ঢাকাটাইমস/০১এপ্রিল/পিএল