নওগাঁ জেলা পুলিশের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশ | ০১ এপ্রিল ২০২০, ১৭:০১

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষদের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন নওগাঁ জেলা পুলিশ। বুধবার দুপুরে জেলা সদর মডেল থানা চত্বরে ২০০ পরিবারকে এসব খাদ্যসামগ্রী দেয়া হয়।

সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের মাঝে চাল, ডাল, তেল ও লবন বিতরণ করেন জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। এসময় হাত পরিস্কার করার জন্য সাবানও বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ১২০০ পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী দেওয়া হবে বলে জানান তিনি।

সরকারের নির্দেশনা অনুযায়ী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়ে পুলিশ সুপার বলেন, প্রয়োজনে সকলের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে প্রস্তুত পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহোরাওয়ার্দী হোসেনসহ সাংবাদিক ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

ঢাকাটাইমস/০১এপ্রিল/পিএল