করোনার সংক্রমণ এড়াতে ড. তাহমিনার পরামর্শ

প্রকাশ | ০১ এপ্রিল ২০২০, ১৮:০০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাসে সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেটের চিকিৎসক ড. তাহমিনা রহমান সুস্থ ব্যক্তিদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়ার পাশাপাশি যতটা সম্ভব বাড়িতে অবস্থান করতে বলেছেন।

বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস ড. তাহমিনা রহমানের ভিডিওটি তাদের ফেসবুক পেজে শেয়ার করে।

ড. তাহমিনা রহমান বলেন, ‘করোনাভাইরাস মোবাবিলায় সুস্থ ব্যক্তিদেরও ভিড় এড়িয়ে চলা উচিত। সবাইকে জনসমাগমসহ বিভিন্ন ইভেন্ট এড়িয়ে চলতে হবে। এই মুহূর্তে যতটা পারা যায় বাড়িতে থাকতে হবে।’

করোনা প্রতিরোধে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন ড. তাহমিনা রহমান। বলেন, ‘কখনও যদি মনে হয়, নোংরা কিছু হাতে লেগেছে সাথে সাথে হাত ধুয়ে ফেলা জরুরি। কোনো কিছু সন্দেহ হলে হাত ধুয়ে ফেলতে হবে। হ্যান্ড স্যানিটাইজার দরকার নেই, জাস্ট সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। এটাই যথেষ্ট ।’

(ঢাকাটাইমস/০১এপ্রিল/এনআই/জেবি)